পঞ্চম শ্রেণি গণিত ছোট প্রশ্ন

পঞ্চম শ্রেণি গণিত ছোট প্রশ্ন
পঞ্চম শ্রেণি
বিষয়: গণিতের প্রাথমিক ধারণা

১।প্রশ্ন : অংক কাকে বলে?
উত্তর : সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে।
যেমন : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
২।প্রশ্ন : অংক কত প্রকার ও কি কি?
উত্তর : অংক দুই প্রকার। যথা : স্বার্থক অংক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ও সহকারি অংক (০)
৪।প্রশ্ন : যোগ কাকে বলে?
উত্তর : দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।
৫।প্রশ্ন : বিয়োগ কাকে বলে?
উত্তর : দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ।
৬।প্রশ্ন : গুণ কাকে বলে?
উত্তর : দ্রুত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে।
৭।প্রশ্ন : ভাগ কাকে বলে ?
উত্তর : বিয়োগের সংক্ষিপ্ত রুপকে ভাগ বলে।
পঞ্চম শ্রেণি
বিষয়ঃ গণিত
পঞ্চম অধ্যায় (ল সা গু+গ সা গু)

১। গুণনীয়কের অপর নাম কী?
উত্তর : উৎপাদক।
২।যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কয়টি?
উত্তর : ২টি।
৩।কোন সংখ্যা যে কোন সংখ্যারই গুণনীয়ক?
উত্তর : ১।
৪।প্রশ্ন: ৭৬,১১৪ এবং ২২৮ বৃহত্তম যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কোন প্রক্রিয়ায় নির্ণয় করা যায়?
উত্তর: গ.সা.গু.।
৫।প্রশ্ন: ল.সা.গু.-এর পূর্ণাঙ্গ রূপ কোনটি?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৬।প্রশ্ন: গ.সা.গু.-এর পূর্ণাঙ্গ রূপ কোনটি?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
৭প্রশ্ন: গুণিতকের অপর নাম কী?
উত্তর: নামতা ।
৮।প্রশ্ন: ল.সা.গু. নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু. নির্ণয়ের কী?
উত্তর: একীভূত রূপ।
৯।প্রশ্ন: যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কত?
উত্তর:১।
১০।প্রশ্ন: যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কয়টি?
উত্তর: ২টি।
১১।প্রশ্ন: কোন সংখ্যার মাত্র ২টি উৎপাদক থাকে?
উত্তর: মৌলিক সংখ্যা।
১২।প্রশ্ন: যেকোনো সংখ্যার গুণিতক কয়টি?
উত্তর: অসংখ্য।
১৩। যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক কোনটি?
উত্তরঃ ঐ সংখ্যা নিজে।
১৪।প্রশ্ন: কোন গাণিতিক প্রক্রিয়ার জন্য গুণিতক প্রয়োজন?
উত্তর: ল.সা.গু. নির্ণয়ে।
১৫।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কোনটি?
উত্তর: ১।
১৬। একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণিতক না থাকলে তাদের ল সা গু কোনটি?
উত্তরঃ সংখ্যা দুইটির গুনফল ।
১৭।প্রশ্ন: যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে, তাকে কী বলে?
উত্তর: মৌলিক সংখ্যা।
১৮।প্রশ্ন: ৭৬,১১৪ এবং ২২৮ বৃহত্তম যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কোন প্রক্রিয়ায় নির্ণয় করা যায়?
উত্তরঃ গ.সা.গু.
১৯। গুণনীয়ক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যা যে সব সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাগুলোকে প্রদত্ত সংস্যার গুণনীয়ক বলে।
২০। গুণিতক কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যাকে অপর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে প্রদত্ত সংখ্যাটির গুণিতক বলে।
২১। গ.সা.গু. কাকে বলে?
উত্তর : সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে গ.সা.গু বলে।
২২।ল.সা.গু কাকে বলে?
উত্তরঃ একাধিক সংখ্যার সাধারণ গুনিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট গুনিতককে সংখ্যা গুলোর ল. সা. গু বলে।
২৩।ইউক্লিডীয় পদ্ধতিতে সর্বশেষ ভাজকটিকে কী বলে?
উত্তর: গ.সা.গু.
২৪। লঘিষ্ঠ. অর্থ কী?
উত্তর : ছোট।
২৫। গরিষ্ঠ অর্থ কী?
উত্তর : বড়।
২৬। গ.সা.গু. নির্ণয়ের সুবিধাজনক পদ্ধতি কোনটি?
উত্তর : ইউক্লিডীয় পদ্ধতি ।
২৭। ৯ এর প্রকৃত গুণনীয়ক লেখ।
উত্তর : ৩।
২৮। ৩, ৫, ৭ এর গ.সা.গু কত?
উত্তর : ১।
২৯। ৭ এর প্রথম দুইটি গুণিতক লেখ।
উত্তর : ৭ এবং ১৪।
৩০। ১২ এর গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১, ২, ৩, ৪, ৬, ১২।
৩১। কৃত্রিম সংখ্যার উৎপাদক কয়টি?
উত্তর : ২ এর অধিক।
৩২। ইউক্লিডীয় প্রক্রিয়ায় গ.সা.গু. নির্ণয়ের আরেক নাম কী?
উ: ভাগ প্রক্রিয়া।
৩৩। মৌলিক সংখ্যাগুলোর গুণফল প্রদত্ত সংখ্যার কী?
উত্তর:ল,সা,গু।
৩৪। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল কত হবে?
উত্তর : ১০০।
৩৫। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে?
উত্তর : ৯৯।
৩৬। তিন অঙ্কবিশিষ্ট ২০ এর প্রথম দুটি গুণিতক লেখ।
উত্তর : ১০০, ১২০।
৩৭। ৩০ এর উৎপাদক কয়টি?
উত্তর : ৮টি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *