সমাধানঃ আমরা জানি, জানুয়ারি মাস 31 দিন।
31 কে 7 দিন দিয়ে ভাগ করলে, ভাগফল হয় 4 এবং ভাগশেষ থাকে 3
অর্থাৎ জানুয়ারি মাসে চারটি মঙ্গলবার ও চারটি শনিবার থাকতে হলে অবশ্যই মঙ্গলবার ও শনিবারের মাঝে তিনটি বার থাকতে হবে, আর সেগুলো হলো বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ।
সুতরাং জানুয়ারি মাসটি এই তিনটি বারের প্রথমটি অর্থাৎ বুধবার দিয়ে শুরু হলে 28 তারিখ হবে মঙ্গলবার এবং 29, 30 ও 31 তারিখ হবে যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার।
সেক্ষেত্রে জানুয়ারি মাসে চারটি মঙ্গলবার ও চারটি শনিবার থাকবে।
সুতরাং ঐ বছরের জানুয়ারি মাসের 1 তারিখ ছিল বুধবার।
মন্তব্য