প্রশ্নঃ ক, খ এর গসাগু 2 এবং লসাগু 12. অন্যদিকে খ, গ এর গসাগু 3 এবং লসাগু 30. ক যদি 4 হয় তাহলে গ কত?

সমাধানঃ দুটি সংখ্যার গসাগু ও লসাগু-র গুণফল ঐ সংখ্যা দুটির গুণফলের সমান।
তাহলে,ক ও খ এর ক্ষেত্রে,
কখ = 2 × 12
বা, 4খ = 24
বা, খ = 24\4
.•. খ = 6

আবার, খ ও গ এর ক্ষেত্রে,
খগ = 3 × 30
বা, 6গ = 90
বা, গ = 90\6
.•. গ = 15

সুতরাং, গ এর মান 15 ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *